কুমিল্লায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা
অফিস রিপোর্টার।।
কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে১৩০জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে লাল গালিচা ও লাল সবুজের প্যান্ডেলে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন, বাহাউদ্দীন রেজা বীর প্রতীক, জেলা পিপি অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, মিসেস পাপড়ী বসু, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান। সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধারা। তাদের সংবর্ধনা দিতে পেরে আমরা গৌরববোধ করছি। কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার প্রায় ১৩০ জন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।