কুমিল্লায় মুখোমুখি দুই ট্রেন

আমোদ প্রতিনিধি।।

কুমিল্লায় একই লাইনে দুটি ট্রেন ঢুকে পড়ে। মঙ্গলবার কুমিল্লা সদরের ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে অল্পের জন্য রক্ষা পায় প্রায় এক হাজার যাত্রী।
সূত্র জানায়, ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নির্দিষ্ট সময় থেকে প্রায় ২০মিনিট বিলম্বে কুমিল্লা স্টেশনে প্রবেশ করছিল।

এসময় বিপরীত দিক থেকে আসা ম্যাক্সের পাথর বোঝাই একটি ট্রেনও একই লাইন হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। কর্ণফুলী ট্রেনটি তখন কুমিল্লা স্টেশন থেকে পৌনে এক কিলোমিটার দক্ষিণে।

ম্যাক্সের পাথরবোঝাই ট্রেন থেকে মাত্র ১২০গজ দূরে অবস্থান করছিল। দুটি ট্রেনের চালকই দ্রুততার সাথে ট্রেন থামিয়ে ফেলেন। এসময় কর্ণফুলী ট্রেনের যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে পড়েন। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে দুটি ট্রেন একই লাইনে চলে আসার ঘটনায় কর্ণফুলীতে দায়িত্বরত স্টাফরা স্টেশন মাস্টারকে দায়ী করেন, ম্যাক্সের স্টাফরা দোষারোপ করেন কর্ণফুলীর চালককে।
কুমিল্লার স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া জানান, এটা ভুল বোঝাবুঝির কারণে হতে পারে। অল্পসময়ের মধ্যে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।