কুমিল্লা কর অঞ্চলে হার্ভার্ড ইউনিভার্সিটি পরিদর্শক দল
আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লা।।
হার্ভার্ড ইউনিভার্সিটি এবং পিএমও (প্রধানমন্ত্রীর কার্যালয়) এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি কুমিল্লা কর অঞ্চল পরিদর্শন করেন। বুধবার (১২ এপ্রিল) তারা পরিদর্শনে আসেন। এসময় তারা “আয়কর বিভাগের ভূমিকা, “রাজস্ব সংহতিকরণ,” এবং “চ্যালেঞ্জস” সংক্রান্ত তিনটি পর্ব বিশিষ্ট একটি উপস্থাপনায় অংশ নেন। উপস্থাপনাটি পরিচালনা করেন উপ কর কমিশনার রাশেদ রেজা, উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) শরিফুল ইসলাম এবং উপ কর কমিশনার (সদর দপ্তর প্রায়োগিক) কৃপা সিন্ধু দাস।
জানা গেছে, পরিদর্শন দলের নেতৃত্ব দেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাশ সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স অ্যান্ড ইনোভেশনের সিনিয়র ফেলো ইন ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো ড. ম্যালকম ফ্রেডেরিক ম্যাকফারসন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ড. জে কিথ রোজেনগার্ড, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্টের পাবলিক পলিসির অ্যাডজান্ট লেকচারার জেসিকা রুথ ক্রাইটন, হার্ভার্ডের ব্লুমবার্গ সেন্টার ফর সিটিসের সিটি লিডারশিপ ইনিশিয়েটিভের গবেষণা প্রোগ্রাম ডিরেক্টর। হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাশ সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স অ্যান্ড ইনোভেশনের বাংলাদেশ পাবলিক সার্ভিস প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার সারজাহ ইয়াসমিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় গভর্ন্যান্স ইউনিটের ডেপুটি ডিরেক্টর মো. আশরাফুল আলম।
কুমিল্লা অঞ্চলের কর কমিশনার খন্দকার খুরশীদ কামাল বলেন, অনুষ্ঠান শেষে প্রতিনিধি দল বঙ্গবন্ধু কর্নারে ঘুরে দেখেন। এবং তারা জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই সফর হার্ভার্ডের মতো একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের আরও সম্পর্ক গড়ে তোলার পথ প্রশস্ত করবে। ভবিষ্যতে আমাদের কর্মকর্তাদের গবেষণায় সহযোগিতা বা প্রশিক্ষণ অংশীদারিত্বের মতো সম্ভাব্য নতুন সুযোগ খুলে দিতে পারে।
অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার শামিনা ইসলাম, যুগ্ম কমিশনার ফারজানা নাজনীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।