‘বাল্যবিয়ে সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে’

প্রতিনিধি।।
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের অডিটোরিয়ামে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসার আয়োজনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
ইপসার কুমিল্লা জেলা সমন্বয়কারী গোলাম সারোয়ারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর কুমিল্লার উপ- পরিচালক জেসমিন আরা বেগম। ইপসার চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার ফারহানা ইদ্রিস আইন ও বিধিমালা নিয়ে অবহিত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মেয়ের বাল্যবিয়ে হলে তার মানসিক ও শারীরিক সক্ষমতা থাকে না। এ থেকে উত্তোরণের উপায় হলো প্রাপ্ত বয়স্ক হয়ে বিয়ে করা। বাল্যবিয়ে সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। তাই বাল্যবিয়ে রোধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যম ব্যাপক ভূমিকা রাখতে পারে।