কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা গতকাল ছোটরা কলোনী মাঠে আয়োজন করা হয়। কুমিল্লা পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. ইমরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কপোর্রেশনের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মো. বিল্লাল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান উপদেষ্টা ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, ২নং ওয়ার্ড বিএনপি আহবায়ক নাহিদা আক্তার মুন্নি।
কুমিল্ল ভিক্টোরিয়া কোচিং পরিচালক মো. রায়হানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক কামরুনাহার জুই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলোকিত মানুষ হতে হলে সন্ত্রাস, মাদক, মিথ্যা থেকে দূরে থাকতে হবে। খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে। লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলা করতে হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ দেহ সুন্দর মন তৈরি হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক হাছিনা আক্তার, সাহেরা আক্তার লিপি, আয়শা বেগম, সাবা বিনে রহমান, তানজিনা আক্তার, সোনিয়া হক, জান্নাতুল মাওয়া, তানজিম হোমায়ারা পুনম, ডলি নাছরিন, সালেহা আক্তার সালমা, সুমি আক্তার।

inside post

-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন