কুমিল্লা বোর্ডের কাবাডিতে চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ


প্রতিনিধি।।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। রানার-আপ হয়েছে কুমিল্লার মোশারফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ। “ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানে শনিবার কুমিল্লার জিমনেসিয়ামে আন্তঃকলেজ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো: নুরুন্নবী আলম।
কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-সচিব(একাডেমিক)ও ভারপ্রাপ্ত ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো: তারিক মাহমুদ,কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল হাসনাত বাবুল ও ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু। কাবাডি প্রতিযোগিতায় কুমিল্লা বোর্ডের অধীন ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিকালে কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী প্রতিষ্ঠানের খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

inside post
আরো পড়ুন