‘গর্ভবতী মা- নতুন জীবনের সূচনার প্রতীক’

পারুয়ারা কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মা সমাবেশ

ইউনিসেফ রেমেন ও পারুয়ারা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোসা: রাবিয়া খাতুনের যৌথ আয়োজনে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ ও বিনামূল্যে ব্লাড গ্রুপিংসহ স্বাস্থ্য সেবার আয়োজন করা হয়।
স্বাস্থ্য সেবার উদ্বোধন অনষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলার স্বাস্থ্য পরিদর্শক ( ইনচার্জ) লাকী বেগম, স্বাস্থ্য পরিদর্শক গোলাপজান, সিনিয়র নার্স ফাতেমা আক্তার।
স্বাস্থ্য পরিদর্শক লাকী বেগম তাঁর বক্তব্যে বলেন, গর্ভবতী মা—এই শব্দ দুটি শুধু একজন নারীর নয়, বরং একটি নতুন জীবনের সূচনার প্রতীক। একজন গর্ভবতী মা তাঁর শরীর, মন ও আত্মা দিয়ে আরেকটি জীবন গড়ে তোলেন। তাঁর প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কষ্ট, প্রতিটি আনন্দ ভবিষ্যৎ প্রজন্মের বীজ বপন করে। এই সময়টায় একজন নারী যেমন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, তেমনি মানসিকভাবেও অধিক সংবেদনশীল হয়ে ওঠেন। তাই আমাদের দায়িত্ব হলো—তাঁদের প্রতি সহানুভূতিশীল হওয়া, ভালোবাসা ও যত্নে রাখা।
স্বাস্থ্য পরিদর্শক গোলাপজান বলেন, স্বাস্থ্যসম্মত খাদ্য, বিশ্রাম, নিয়মিত চিকিৎসা এবং মানসিক শান্তি—এসবই একটি সুস্থ সন্তান জন্মদানের পূর্বশর্ত।
এই আয়োজ সম্পর্কে জানতে চাইলে পারুয়ারা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোসা: রাবিয়া খাতুন জানান, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার মায়েদের উপর। গর্ভবতী মা মানেই ভবিষ্যতের সম্ভাবনা। আমরা গর্ভবতী মায়েদের প্রতি সম্মান ও দায়িত্ববোধে বৃদ্ধি তথা স্বাস্থ্য সচেতনা ও স্বাস্থ্য সেবার জন্য এই মা সমাবেশে। এ ছাড়া আবশ্যকভাবে গর্ভবতী মাকে শিশু ডেলিভারি আগে চারবার চেকআপও ডেলিভারি পরে চারবার চেকআপ করতে হয় বিষয়ে আরো সচেতনতা হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য পরির্দশক মোসা. তাহমিনা বেগম, মেডিক্যাল টেকনোলজিস্ট মোসা. ফারিয়া জান্নাত, স্বাস্থ্য সহকারী মোসা. শাহিনুর আক্তার,শম্পারানী, সুমনা আক্তার, কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার মো. মুকুল হোসেন, মোসা. হোসনেয়ারা বেগম, পরিবার কল্যাণ সহকারী শামীমা আক্তার, স্বেচ্ছাসেবী বিউটি আক্তার, মো. অপু. মোসা. হনুফা বেগম ও কমিউনিটি গ্রুপের সদস্যরা।-প্রেস বিজ্ঞপ্তি।