কুমিল্লা রেল স্টেশনে ট্রেনে কাটা পড়েন মাদ্রাসাছাত্রী, বাড়ি কসবা

অফিস রিপোর্টার।।
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমিল্লা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুর রহমান।
তিনি জানান, ওই মেয়ের নাম ইলমা আক্তার (১৯)। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামপুর গ্রামে। তার বাবার নাম মামুনুর রশিদ। তার সাথে থাকা একটি ডায়েরিতে থাকা জন্মসনদে এসব তথ্য পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে স্থানীয় কাউতলী এলাকার জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া মহিলা মাদ্রাসার একটি প্রবেশপত্র। এতে তার নাম লেখা রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কামাল হোসেন জানান, মেয়েটি প্ল্যাটফর্মে বসা ছিল। ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় তিনি দৌড়ে ট্রেনের সামনে চলে যান। এসময় স্টেশনের মানুষজন চিৎকার করতে থাকেন। কিন্তু ঘটনা এত দ্রুত ঘটে যে তাকে বাঁচানোর কোনো সময় পাননি স্টেশনের অপেক্ষমাণ যাত্রীরা।
ইনচার্জ শহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে হচ্ছে।