‘কুষ্ঠ রোগীদের ৯০ ভাগ নিম্নবিত্তের মানুষ’
অফিস রিপোর্টার।।
দেশের কুষ্ঠ রোগীদের ৯০ ভাগ নিম্নবিত্তের মানুষ। অপুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে তারা এই রোগে আক্রান্ত হন। অনেকে এই রোগকে অভিশাপ মনে করে রোগীকে অবহেলা করেন। কিন্তু সময় মতো চিকিৎসায় এই রোগ ভালো হয়ে যায়। এই রোগের চিকিৎসা বিনামূল্যে প্রতিটি উপজেলা প্রতিটা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়। বুধবার কুমিল্লা প্রেস ক্লাবে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সাংবাদিকদের সাথে আয়োজিত সেমিনারে বক্তারা এই তথ্য জানান। বক্তব্য রাখেন সংস্থার কুমিল্লা অঞ্চলের টেকনিক্যাল সাপোর্ট অফিসার এ্যান্থনী কুইয়া,কুমিল্লা প্রেস ক্লাবের আহবায়ক নীতিশ সাহা,সাংবাদিক অশোক কুমার বড়ুয়া ও ওমর ফারুকী তাপসসহ অন্যান্যরা।
এ্যান্থনী কুইয়া জানান, লেপ্রসি মিশন বিশ্বে ১৫০ বছর ধরে অবহেলিত কুষ্ট রোগীদের নিয়ে কাজ করছে। কুমিল্লায় বর্তমানে ৩৬ জন কুষ্ট রোগী চিকিৎসার নিচ্ছেন। সমাজের প্রত্যেক স্তরের জনগণের সহযোগিতাই পারে এই রোগ নির্মূল করতে। তিনি প্রয়োজনে রোগীদের তাদের সাথে যোগাযোগেরও আহবান জানান।