‘কৃষি যান্ত্রিকীকরণে সময় এবং ব্যয় কমানো সম্ভব’
কুমিল্লায় কৃষি যান্ত্রিকীকরণের আঞ্চলিক কর্মশালা
প্রতিনিধি।।
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই) কুমিল্লা অঞ্চলের আয়োজনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউ(বিনা) উপকেন্দ্র কুমিল্লার হল রুমে উক্ত কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিএই’র মহাপরিচালক কৃষিবিদ মোঃ ছাইফুল আলম। কৃষিবিদ ডিএই কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএই’র প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাহিনুল ইসলাম, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহ; ডিএই কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শফিউজ্জামান।
কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে কৃষি শ্রমিকের সংকট বেড়েই চলছে। এর অন্যতম কারণ হলো বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যুবকরা কাজের খোঁজে পাড়ি জমাচ্ছেন। যার ফলে কৃষি উৎপাদন খরচ অধিক হারে বৃদ্ধি পেয়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা কৃষি কাজ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ বিশাল জনগোষ্টির খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বাজায় রাখার জন্য কৃষি যান্ত্রিকীকরণ সময়োপযোগী একটি পদ্ধতি। কৃষি যান্ত্রিকীকরণের ফলে সময় এবং আর্থিক ব্যয় অনেকাংশে কমানো সম্ভব। একটি বড় খুশির খবর হলো সরকার কৃষি যন্ত্র ক্রয়ের ক্ষেত্রে কৃষকদের জন্য বিশেষ ভর্তুকীর ব্যবস্থা রেখেছেন।
এছাড়া মহাপরিচালক ডিএই কুমিল্লার উপপরিচালকের কার্যালয়ে কুমিল্লা অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। একই দিনে কুমিল্লা হর্টিকালচার সেন্টার পরিদর্শন ও দেবিদ্বার কাবিলপুওে ব্রি ধান ১১০ এর নমুনা শস্য কর্তন ও মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।