‘ক্যান্সারে বছরে কোটি মানুষ মারা যায়’

প্রতিনিধি।।
বিশ্বে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান কোটি মানুষ। তার মধ্যে প্রথম লাংস ক্যান্সার,২য় কোলন ক্যান্সার এবং ৩য় লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার প্রথম দিকে শনাক্ত হলে তা নিরাময় যাগ্য। তাই সচেতনতার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করে লাখো মানুষের জীবন বাঁচানো সম্ভব। স্থুলতা,মদ্যপান, নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস এই রোগের ঝুঁকি তৈরি করে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা লিভার ক্লাব ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লার উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক সভায় এই তথ্য জানানো হয়।

inside post

কুমিল্লা ক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লার সভাপতি ডা. জাহাঙ্গীর হোসেন ভুইয়া। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকলে কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লার সাধারণ সম্পাদক ডা.একেএম আবদুস সেলিম। ধন্যবাদ জানান, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম।


প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা লিভার ক্লাবের সাধারণ সম্পাদক ডা.ফরহাদ আবেদীন। আলোচনা করেন কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ ইজাজুল হক,ময়নামতি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নাজমুস সাদাত, সাবেক অধ্যক্ষ ডা. কে এ মান্নান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সহ-সভাপতি ডা. খোরশেদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. মোরশেদ আলম, ডা.শাহেলা নাজনীন,বিকন ফার্মাসিটিক্যালসের নির্বাহী রায়হান আহমেদ।
সচেতনতা বিষয়ে মতামত জানান,জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, খাদি উদ্যোক্তা প্রদীপ কুমার রাহা, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ব্যবসায়ী নেতা শাহজাহান সাজু প্রমুখ।

আরো পড়ুন