‘গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম’

 

অফিস রিপোর্টার।।

আধুনিক রাষ্ট্রে দুর্নীতি ও অনাচার প্রতিরোধ করে সুশাসন ও ন্যায় বিচার। সুশাসন ও ন্যায় বিচার,মানুষের অধিকার প্রতিষ্ঠা,জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা সর্বোপরি একটি গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে পেশাদার অনুসন্ধানী সাংবাদিকতার ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। রবিবার কুমিল্লা নগরীর টাউনহল কনফারেন্স রুমে সুশাসনের জন্য নাগরিক(সুজন) এই মতবিনিময় সভার আয়োজন করে। সুজন কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, মানবাধিকার সংগঠক আলী আকবর মাসুম, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান টিটু, সাংবাদিক ওমর ফারুকী তাপস,ইয়াসমিন রিমা,সাদিক মামুন,শাহাজাদা এমরান, সুজন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজবাউল হক রানা প্রমুখ।