গলায় গামছা পেচিয়ে চালককে হত্যা, হেলপারের যাবজ্জীবন

এক হাজার টাকা নিয়ে বিরোধ
 

inside post

প্রতিনিধি।।
এক হাজার টাকা নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লা চৌদ্দগ্রামে ট্রাকচালক ইদ্রিস মৃধাকে (৩৫) গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে হেলপার দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা এপিপি অ্যাডভোকেট রেবেকা সুলতানা।
দ-প্রাপ্ত আসামি হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর নগরকান্দা গ্রামের ইউনুস খলিফার ছেলে মোঃ দেলোয়ার হোসেন ওরফে বাদশা(২৮)। ট্রাকচালক ইদ্রিস মৃধা বরিশাল বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানাযায়- ২০১৭ সালের ১৮ জুন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পাগলা ট্রাক স্ট্যান্ডে ড্রাইভার ও হেলপার এক হাজার টাকার বিরোধ নিয়ে তর্কবির্তক করে। গাড়ির মালিক মোঃ ইসমাইল বিষয়টি মীমাংসা কওে দেন। তারা রাত ১০টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথদিঘি সংলগ্ন সাইমুন হোটেলে রাতের খাবার খান। গাড়িতে বিশ্রামের সময় ট্রাকচালককে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে আসামি দেলোয়ার হোসেন। এ ব্যাপারে ঘটনার পরদিন নিহতের চাচাতো ভাই মোঃ হাবিবুর রহমান হেলপার দেলোয়ার হোসেনসহ ৩জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই এস.এম. মাহাবুবুল ইসলাম আসামি মোঃ দেলোয়ার হোসেন ওরফে বাদশার বিরুদ্ধে ২০১৭ সালের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনায় দেলোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা, অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ বদিউল আলম সুজন।

আরো পড়ুন