১২৪বছরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

প্রতিনিধি।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার। একই দিনে কলেজের প্রতিষ্ঠাতা রায় বাহাদুর আনন্দচন্দ্র রায়ের ১৬০তম জন্মবার্ষিকী। ১৮৯৯ সালের ২৪নভেম্বর আনন্দচন্দ্র রায় রাণী ভিক্টোরিয়ার নামে এ কলেজ প্রতিষ্ঠা করেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামে এই কলেজের শিক্ষার্থীদের ভূমিকা ছিলো অনন্য। মহান মুক্তিযুদ্ধে ভিক্টোরিয়ার ৩৩৪জন ছাত্র অংগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ৩৫ জন শহীদ হয়েছেন।
শহরের কান্দিরপাড় রানী দিঘির পাড়ে কলেজের উচ্চমাধ্যমিক শাখা এবং ধর্মপুরে অনার্স-ডিগ্রি শাখা অবস্থিত। প্রায় ২৯ হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে মুখর থাকে এর ক্যাম্পাস। ২২টি বিষয়ে অনার্স ও ১৮টি বিষয়ে মাস্টার্স পড়ানো হয় এখানে। রয়েছে ১২টি সক্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উচ্চমাধ্যমিক শাখা থেকে বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। কেক কাটা হবে। আলোকসজ্জা করা হয়েছে। উন্মোচন হবে ক্যাম্পাস বার্তার কলেজ প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যা।

inside post
আরো পড়ুন