চট্টলা মৎস্য চাষীদের উদ্যোগে মিলনমেলা
কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ
মৎস্য চাষী চট্টলার উদ্যোগে আনন্দঘন পরিবেশে গতকাল ফেনি সোনাগাজি মুহুরি প্রজেক্টে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টলা মৎস্যচাষী গ্রুপ ক্রিয়েটর মোঃ জাহাঙ্গীর আলম। এ উপলক্ষে ওই দিন সকাল ১০টায় আয়োজকদের উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী বের হয়, র্যালীটি মুহুরি প্রজেক্টের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লুইস গেইটে এসে শেষ হয়। র্যালী শেষে প্রফেসর বারী রত্ন এবং নাসের চৌধুরী এর সঞ্চালনায় আলোচনা সভা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয় ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ড. মোঃ জাহাঙ্গীর সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাগাজি উপজেলার মৎস্য কর্মকর্তা তুর্জ সাহা, এডভান্স এগ্রোটেক লি. এর চেয়ারম্যান হাবিবুর রহমান, পরিচালক তপন সরকার, আল মোমেন এগ্রো এন্ড ফিডের চেয়ারম্যান হাজী আবদুল মোমেন, বি এফ এফ এর সভাপতি হামিদুল হক, অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কামাল উদ্দিন, দাউদুল ইসলাম, নূর উদ্দিন আহম্মেদ সাজিদুল আলম, ইমরান হোসেন সোহাগ সহ গ্রুপের সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন সেক্টরে সফলতার জন্য ২১টি সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া র্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রথম পুরষ্কার ৩২ ইঞ্চি একটি এল ই ডি টভি, দ্বিতীয় পুরষ্কার একটি মাইক্রোওভেন, তৃতীয় পুরষ্কার ৬০ কেজি একটি স্কেল বিজয়ীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।