চাঁদপুরে মেয়াদ ছাড়া রসমালাই বিক্রি করায় জরিমানা

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর #
চাঁদপুরে রসমালাইতে মেয়াদ না থাকা এবং ঘি-এ রঙ মেশানোর অপরাধে মীম বনফল সুইটস এন্ড পেস্টি শপ নামে প্রতিষ্ঠান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরান বাজার অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী শহরের পুরান বাজার এলাকায় এ অভিযান করে। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, রস মালাইতে মেয়াদ না থাকা এবং ঘি এ রঙ মেশানোর অপরাধে মীম বনফল সুইটস এন্ড পেস্টি শপ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানটির মালিক বাদশা মিয়া পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জেলা স্বাস্থ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম, চাঁদপুর পৌরসভা স্বাস্থ্য পরিদর্শক মো. রাজু মিয়া এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।
