চৌদ্দগ্রামে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছে জেলা নেতৃবৃন্দ। মঙ্গলবার রাতে পৌর এলাকার ফালগুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। বিশেষ বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার জাহান দোলন। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডাঃ নজরুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহবায়ক নুরুন্নবী পাটোয়ারী, প্রবাসী ফোরামের সভাপতি আবু নাছের ভুঁইয়া। পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশীর সভাপতিত্বে, সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল ও পৌর বিএনপির সদস্য এডভোকেট দিদার হোসেনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, যুগ্ম আহবায়ক ফরিদ আহম্মেদ শাহীন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরআগে জেলা নেতৃবৃন্দ উপজেলার জগন্নাথ ও বাতিসা ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন।