চৌদ্দগ্রামে স্থানীয়দের সহযোগিতায় ৩ ডাকাত গ্রেপ্তার

 প্রতিনিধিঃ

inside post

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে কুড়াল, লোহার পাইপসহ দেশীয় বিভিন্ন অস্ত্র এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন।
আটককৃতরা হলো সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকার জুলকু মিয়া ছেলে মোঃ শরিফ (২৮), লালমাই থানার বাগমারা গ্রামের রহিম মিয়ার ছেলে মোঃ রবিউল হোসেন (২৭) ও একই উপজেলার পূর্ব অশোকতলা গ্রামের শহীদ মিয়ার ছেলে মোঃ সৈকত (২৫)।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের আমানগন্ডা বাজার এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে।
এ সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই নিমাই চন্দ্র ও লিটন চাকমার নেতৃত্বে পুলিশের একটি টহল টিম ডাকাত দলকে ধাওয়া করলে ডাকাতদলের ব্যবহৃত সিএনজি অটো রিকশা মহাসড়ক থেকে পৌর এলাকার সোনাকাটিয়ার গ্রামে হামিদ আলীর বাড়ির সামনে রেখে ৩ ডাকাত পালিয়ে গেলেও অপর ০২ জনকে স্থানীয়রা আটক করে গণধোলাই দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের হেফাজত থেকে তাদের উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, এ ঘটনায় পালিয়ে যাওয়া দুই ডাকাত রাসেল, ফয়সাল ও আটক তিন ডাকাতের নাম উল্লেখসহ ৩১ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

আরো পড়ুন