ছয় জেলার সদস্যদের নিয়ে ভিক্টোরিয়া কলেজে বাঁধনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত 

আবু সুফিয়ান রাসেল।।
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের আয়োজনে  আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাঁধন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের সভাপতি মারুফ মজুমদার ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এর সঞ্চালনায় সভা পরিচালিত হয়। গত ১৫ ডিসেম্বরের এ কর্মশালায় বৃহত্তর কুমিল্লার ছয় জেলার সদস্যরা অংশ গ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মীর মোবারক হোসাইন, সিভিল সার্জন কুমিল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের
উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী।  বিভাগীয় প্রধান সমাজবিজ্ঞান বিভাগ ও  বাঁধন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের প্রধান উপদেষ্টা প্রফেসর মোশাররফ হোসেন ভূঞা , বিভাগীয় প্রধান সমাজবিজ্ঞান বিভাগ ও প্রধান  শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন।
বাঁধন, কেন্দ্রীয় পরিষদের  উপদেষ্টা আজাদ হোসেন সোহেল। উপস্থিত ছিলেন বাঁধন, কেন্দ্রীয় পরিষদের  সভাপতি নাহিদুজ্জামান নাহিদ, বাঁধন উপদেষ্টা মোঃ আল-আমিন, আলী আকবর টিপু, সাবেক সভাপতি জোবাইদা ইয়াসমিন মুমু,  সাবেক সহ-সভাপতি কামরুল হাসান,কেন্দ্রীয় পর্যবেক্ষক মোহাম্মদ আক্তার হোসেন প্রমুখ।
উক্ত কর্মশালায় অংশ গ্রহণ করেন  বাঁধন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিট,  বাঁধন, নোয়াখালী সরকারি কলেজ ইউনিট, বাঁধন, ব্রাহ্মনবাড়িয়া সরকারি কলেজ ইউনিট, বাঁধন, ফেনী সরকারি কলেজ পরিবার, লক্ষ্মীপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি কলেজের সম্মানিত উপদেষ্টা, বাঁধন কর্মী, কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ।
আঞ্চলিক কর্মশালায় রক্তদানের সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত আলোচনা,  রক্তের গ্রুপ নির্ণয় করার পদ্ধতি ও বাস্তব প্রশিক্ষন, গঠনতন্ত্র বিষয়ক বিস্তারিত আলোচনা, কর্ম পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়। সকলের আলোচনা শেষে উক্ত কর্মশালার শিখনফলের উপর কুইজের মাধ্যমে উক্ত কর্মশালার সমাপ্তি হয়৷