জুয়ার বোর্ডে পুলিশের ধাওয়া; দৌড়ে পালানোর সময় একজনের মৃত্যু

 

inside post

আমোদ প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে জুয়ার বোর্ডে পুলিশের ধাওয়া দিলে দৌড়ে পালানোর সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোঃ মিজান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সোন্দ্রম পূর্ব পাড়া ফজলু মিয়ার পুকুর পাড় এলাকায় কিছু লোকজন জুয়া খেলার আসর বসিয়েছে। এ খবরে বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ি পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের অভিযানের খবরে ১০/১২ জনের একটি দল দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে চলে আসে। এসময় পাশ্ববর্তী শোভারামপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে মোঃ মিজান পুলিশের ভয়ে পালানোর সময় বাড়ির অদূরে রাস্তার পাশে গোবর রাখার গর্তে পড়ে অজ্ঞান হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মোঃ আমির হোসেন জানান, তার ভাই মিজান হৃদরোগে আক্রান্ত ছিলেন। পূর্বেও সে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছিলো। পুলিশের ভয়ে দৌড়ে পালানোর সময় সে হয়তো স্ট্রোক করেছে। নিহতের তিন মেয়ে, এক ছেলে ও এক স্ত্রী রয়েছেন।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান বলেন, জুয়া খেলা চলছে এ খবরেই পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে কাউকে না পেয়ে পুলিশ চলে আসে। পরে খবর পাওয়া যায় এক ব্যক্তি জুয়ার বোর্ড থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

 

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন বলেন, নিহতের বড় ভাই ও স্ত্রীর সাথে কথা বলে জানতে পেরেছি, নিহত ব্যক্তি আগে থেকে স্ট্রোক করে চিকিৎসা নিচ্ছিলেন। পরিবারের সদস্যদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আরো পড়ুন