জেলা প্রশাসকের নিজস্ব অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ
মাহফুজ নান্টু।
প্রাথমিকে ঝরে পড়া রোধ করতে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নিজস্ব অর্থায়নে কুড়িটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
শিক্ষা উপকরণের মধ্যে ছিলো নতুন পোষাক, বই খাতা কলম।
রোববার বেলা ১১ টায় জেলার সদর দক্ষিন উপজেলার হাজী আকরাম উদ্দীন হাইস্কুলের অডিটোরিয়ামে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান। সভাপতিত্ব করেন সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রাথমিকে ঝরে পরা রোধ করতে সরকার বদ্ধ পরিকর। অভিভাবকদের বুঝতে হবে এখন লেখাপড়ার সরকার ব্যয় করে। অভিভাবকরা সচেতন হলে ঝরে পড়া রোধ করা সময়ের ব্যাপার হবে। এক্ষেত্রে সমাজে বসবাসরত সবার সম্মিলত প্রয়াস দরকার।
শিক্ষা উপকরণ বিতরণ শেষে উপজেলার ৯০ টি স্কুলের প্রধান শিক্ষকদের হাতে স্লিপের অর্থায়নে ইনডোর গেইমের সামগ্রী তুলে দেয়া হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য হলো— দাবা,লুডু, স্কিপিং,পাজেল, রুব্রিকস,ফুটবল।