ট্রাইবেকারে চ্যাম্পিয়ন পাটানন্দী

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।

inside post

করপাটি দক্ষিণ পাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনালে মধ্যম সাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাটানন্দী পিভিসি ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে। এরপর ট্রাইবেকারে ৪-৩ গোলে পাটানন্দী পিভিসি ক্লাব জয়লাভ করে।

চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি দক্ষিণ পাড়ার ফুটবলপ্রেমী কাজী মো: হাসান, রুবেল মোল্লা, ফাহাদ, শিপন, রাকিব, নিয়াজ, হাবিব,শফিউল্লাহ, অভি এই টুর্নামেন্টের আয়োজন করে। সবুজ-বাংলা প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইমতিয়াজ উদ্দিন সবুজের সভাপতিত্বে ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর হাসান মজুমদার। বিশেষ অতিথি ছিলেন করপাটি গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীন সমাজবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজী শেখ ফরিদ, কনকাপৈত ইউনিয়ন জামায়াত সেক্রেটারি পেয়ার আহমেদ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক আহসান হাবিব বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রেজাউল করিম।

আরো পড়ুন