তিননদী পরিষদের মঞ্চে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় পরিবার

 

inside post

মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিননদী পরিষদের ২১ দিন ব্যাপী অনুষ্ঠানমালার ২০ তম দিনে জামতলায় অবস্থিত মুক্তমঞ্চের অনুস্ঠানে অংশগ্রহণ করে কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। তিননদী পরিষদের সভাপতি সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসনাত বাবুলে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক, ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক উপাধ্যক্ষ মোঃ মোস্তাক আহমদ। রাহুল তারণ পিন্টুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক অশোক বড়ুয়া। সাংস্কৃতিক পর্বে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের থিয়েটার গ্রুপ ও সাংস্কৃতিক ক্লাব। কলেজের শিক্ষকরা, কর্মকর্তা, কর্মচারী, রোভার স্কাউট , বিএনসিসিসহ শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরো বেশি প্রাণবন্ত করে তোলে।-প্রেস বিজ্ঞপ্তি।

আরো পড়ুন