তিনি ছিলেন মায়ের মতো

সৈয়দ নুরুর রহমান
সাপ্তাহিক আমোদ‘র উপদেষ্টা সম্পাদক, মহিয়সী নারী বেগম শামসুননাহার রাব্বী আর নেই। ২৫ জুন রাত ১০টায় তিনি আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। বেগম শামসুননাহার রাব্বী সাপ্তাহিক আমোদের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত ফজলে রাব্বীর সহর্ধমিনী। নানা চড়াই উৎরাই পাড়ি দিয়ে দীর্ঘদিন সাপ্তাহিক আমোদের নিরবচ্ছিন্ন প্রকাশনায় অসামান্য ভূমিকা রেখেছেন।
কুমিল্লার সাংবাদিকদের কাছে তিনি ছিলেন মায়ের মতো। আমার সাংবাদিকতা জীবনেও খালাম্মার স্নেহ ভালোবাসা আদর ঘিরে ছিলো। আমোদে গিয়েছি, খালাম্মা বাসায় থাকলে কখনো খালি মুখে ফিরে আসিনি। নানা পদের নাস্তা আর চা পানে আপ্যায়িত করেছেন তিনি। আমোদে গেলেই অফিসে এসে বসতেন, খোঁজখবর নিতেন। তিনি ছিলেন অত্যন্ত মিষ্টভাষী, অমায়িক এবং আন্তরিকতাপূর্ণ ব্যবহারে সবাইকে কাছে টানতেন। সবসময় তিনি পর্দার বিষয়ে যত্নবান ছিলেন। তাঁর সহজাত সুন্দর পরিশীলিত পরিচর্যায় সাপ্তাহিক আমোদ একটি অনন্য সংবাদপত্রের মর্যাদা লাভ করে। এই পত্রিকার সংবাদ সম্পাদনা, প্রুফ দেখা, পত্রিকা বের হওয়ার পর ভাঁজ করা, ডাকের পত্রিকায় টিকেট লাগানো, ঠিকানা কেটে লাগানো, সাংবাদিকদের আপ্যায়ন কি না করেছেন তিনি। শেষ জীবনে সন্তানদের কাছে আমেরিকায় কেটেছে খালাম্মার যাপিত জীবন। মহান আল্লাহ খালাম্মাকে বেহেস্ত নসিব করুন- এটাই প্রার্থনা। খালাম্মার প্রতি বিনম্র শ্রদ্ধা।

লেখক:সাংবাদিক ও আইনজীবী।