দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউই সফল হয়নি- মুজিবুল হক এমপি

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, রাজনীতির পথ অনেক দীর্ঘ, তাড়াহুড়া করে এ পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। ধৈর্য্য ধারণ করতে হবে। চৌদ্দগ্রামের ১২ ইউনিয়নে ১১৩ জন নেতাকর্মী দলীয় মনোনয়ন চেয়েছেন। প্রত্যেকেটা ইউনিয়নেই একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলের কাছে মনোনয়ন চাওয়ার অধিকার এবং যোগ্যতা সকলের রয়েছে। কিন্তু আমরা মনোনয়ন দিতে পারবো একজন করে ১২ জনকে। বাকী ১০১ জনকে মনোনয়ন দেওয়া সম্ভব হবে না। যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদেরকে পর্যায়ক্রমে মূল্যায়ন করা হবে। দলের সিদ্ধান্ত মেনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে মনোনীত প্রার্থীকে বিজয় করে আনবেন বলে আমি বিশ^াস করি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অতীতে কেউই সফল হয়নি, আগামী দিনেও সফল হবে না। তিনি সোমবার একটি হোটেলে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূইয়া হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার প্রমুখ।