দেবিদ্বারে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে চেয়ারম্যানসহ আহত ১১
অফিস রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বর্তমান চেয়ারম্যানসহ ১১ জন আহত হয়েছেন। আহত সোহরাব হোসেন চেয়ারম্যানসহ দুইজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সোহরাব হোসেনের অপারেশন হয়। এখনও তার জ্ঞান ফিরেনি। জাফরগঞ্জ বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৮ নং জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগ নেতা মো. জহিরুল আলমের জন্মদিন পালন উপলক্ষে সমর্থকদের একটি মিছিল জাফরগঞ্জ বাজার প্রদক্ষিণ করে। এ সময় বর্তমান চেয়ারম্যান মো. সোহরাব হোসেনের সমর্থকরা বাধা দেয়। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে সোহরাব চেয়ারম্যান পেটে ছুরিকাঘাতে আহত হন। অপর চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল আলমসহ উভয় পক্ষের অন্তত আরো ১০জন সমর্থক আহত হন। আহতদের দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সোহরাব হোসেনের স্ত্রী জুলেখা বেগম বলেন, চেয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক। প্রতিপক্ষের ছুরিকাঘাতে তার পেট কেটে গেছে। বুধবার অপারেশন হয়। এখনও জ্ঞান ফেরেনি।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল আলম জানান, আমার জন্মদিন উপলক্ষে সমর্থকরা মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জাফরগঞ্জ বাজারে একটি মিছিল বের করে। এসময় সোহরাব চেয়ারম্যানের নেতৃত্বে রড, ছোরা, হকিস্টিক নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। আমার মিছিলটি নির্বাচনী বা রাজনৈতিক ছিল না। আমি সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে ওরা আমাকেও পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আনোয়ার জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। উভয় পক্ষের আহত ৭/৮ জনকে হাসপাতালে পাঠাই। গুরুতর আহত সোহরাব চেয়ারম্যানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা চিকিৎসা সেবা নিয়ে বাড়িতেই আছে। এ ব্যাপারে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।