দেবিদ্বারে পুড়ে গেছে ১১ দোকান
অফিস রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ পূর্ব বাজারে বিভিন্ন সামগ্রীর ১১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতির আশংকা করছেন ভুক্তভোগীরা।
স্থানীয়রা জানান, সোমবার রাত পৌনে ২টায় এলাহাবাদ পূর্ব বাজারের মধ্যগলিতে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বাজার নৈশপ্রহরীদের চিৎকারে এলাকাবাসী মসজিদের মাইকে অগ্নিকাণ্ডের সংবাদ ছড়িয়ে দিলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরাসহ শত শত মানুষ এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। অপরদিকে বুড়িচং ও মুরাদনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট রাত ৩ টায় ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টাব্যপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, গত সোমবার রাত ৮টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রাত ২টার দিকে মসজিদের মাইকে আগুন লাগার সংবাদ শুনে বাজরে এসে দেখি আগুন লেগেছে। আমার হার্ডওয়ার ও ফার্নিচারের দুটি দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম কান্না জড়িত কন্ঠে বলেন, ব্রাক ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে হার্ডওয়্যারের দোকান দিয়েলিাম। দোকানের আয় দিয়ে পরিবারের খরচ চলতো। রাতে পাহারাদার কবিরের মোবাইল ফোনে আগুনের সংবাদ শুনে বাজারে এসে দেখি আমার দোকানের ১৫/১৬ লাখ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমার পথে বসা ছাড়া আর কোন উপায় নাই।
এলাহাবাদ বাজার কমিটির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত নজরুল মিয়ার হার্ডওয়ার ও ব্যাটারি চার্জার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে বলে একাধিক ব্যক্তি ধারণা করছেন।
মুরাদনগর ফায়ার সার্ভিস স্টেশনের সাব- অফিসার আব্দুর রব বলেন, সংবাদ পেয়ে আমরা মুরাদনগর ও বুড়িচং থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যেয়ে প্রায় ২ ঘন্টাব্যাপী অভিযানে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ১১টি দোকানের ক্ষতির পরিমাণ কত তা তদন্তের পর বলতে পারবো।