দেয়ালে জোসনার প্রদর্শনী বাতাসে ফুলের সুবাস

সাইফুল ইসলাম সুমন।।
কুমিল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘জলের ছোঁয়া’ শিরোনামে একটি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। নগরীর ধর্মসাগর দিঘির পশ্চিম পাড়ের আকন ভ্যালিতে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। চিত্রশিল্পী এম.আর আকনের বাবা আলহাজ্ব আব্দুল জলিল আকন ও মাতা মোসা. সাফিয়া খাতুন এই প্রদর্শনীর উদ্বোধন করেন। ৩ দিনব্যাপী এই প্রদর্শনীটি ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। দর্শনার্থীদের জন্য বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে।
প্রদর্শনীতে মোট ৫৮টি ছবি স্থান পেয়েছে। এতে ফুল, ফল, সূর্য, গাছপালা, নদী, নৌকা ও গ্রামীণ জনপদসহ প্রাকৃতিক দৃশ্যকে প্রাধান্য দেয়া হয়েছে। তবে বিশেষ ভাবে প্রাধান্য পেয়েছে রাণীর কুঠির আখতার হামিদ খানের স্মারক বাসগৃহ। দেয়ালে দেখা গেছে জোসনার প্রদর্শনী। ছিলো ফুলের মেলা। সেই মেলা থেকে বাতাসে ছড়িয়ে পড়ে ফুলের সুবাস।
প্রদর্শনীতে আসা ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনমুন সরকার বলেন, প্রদর্শনীর ছবিগুলো মনে হচ্ছে জীবন্ত। এই ছবি দেখার মাধ্যমে আত্মিক স্বত্বা জাগ্রত হবে।
অভিভাবক রেশমা আক্তার বলেন, আমরা যে ছবি উপর থেকে দেখি তারা সে ছবি গুলো ভিতরের জগৎ নিয়ে কল্পনা করেন। এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে শিশুদের মনোজাগতিক স্বত্বা উন্মোচিত হবে।
আকন আর্ট ইন্সটিটিউট এন্ড গ্যালারির পরিচালক এম.আর আকন বলেন, মানুষের দুইটি জগৎ থাকে একটি দৈহিক জগৎ ও অন্যটি আত্মিক জগৎ। চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিশুদের আত্মিক স্বত্বা জাগ্রত হয়।

 

inside post
আরো পড়ুন