ধান খেতে মিললো অটোচালকের গলাকাটা লাশ
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্যাটারিচালিত অটোরিকশার চালক হিরণ চৌধুরী। নিজের বাড়িতে ইফতার করে গাড়ি নিয়ে বের হয়েই নিখোঁজ হন। সারা রাতেও আর বাড়ি ফিরেন নি। অবশেষে ঘটনার একদিন পর পার্শ্ববর্তী গ্রামের ধান ক্ষেতে মিললো তার গলাকাটা লাশ! চাঞ্চল্যকর ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা এলাকার।
সোমবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের খালাজুড়া এলাকার ধান ক্ষেত থেকে পুলিশ গলাকাটা লাশ উদ্ধার করে পাঠায় মর্গে। নিহত
হিরণ চৌধুরী (৫০) আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের চৌধুরী বাড়ির মৃত আবদুল হেকিম চৌধুরীর বড় ছেলে।
নিহতের পরিবার, স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে ইফতার করে অটোরিকশা নিয়ে বের হয়েছিল হিরণ। তারপর থেকে হিরণের কোনো হদিস মিলেনি। সারারাত অনেক খোঁজাখুঁজির পর সোমবার সকালে বাড়ির লোকজন জানতে পারেন একই ইউনিয়নের খালাজোড়া গ্রামের ধান খেতে গলাকাটা লাশ পড়ে আছে হিরণের। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হলে পুলিশ হিরণের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ভাই জোটন চৌধুরী বলেন, ‘যারা অটোরিকশা ছিনতাই করেছে তারাই আমার ভাই হিরণকে মেরে ফেলেছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ভাই হিরণ হত্যার বিচার চাই।’
আখাউড়া থানার পরিদর্শক (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ধান খেতে পড়ে থাকা হিরণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ময়না তদন্তের প্রতিবেদন পাবার পর এই বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’