নবীনগরে বিদ্যুৎ লাইনে সংস্কারকালে লাইনম্যানের মৃত্যু

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক সঞ্চালন লাইনে সংস্কার কাজের সময় খুঁটি থেকে পড়ে লাইনম্যান রিপন মিয়ার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিটঘর ইউনিয়নের টিআরা গ্রামে ঘটে এই মর্মান্তিকতা। নিহত রিপন মিয়া (২৮)জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ গ্রামের বাসিন্দা এবং নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসাবে কর্মরত ছিলেন।
নবীনগর পল্লী বিদ্যুত সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে টিয়ারা গ্রামে পল্লী বিদ্যুতের লাইনের তার ছিড়ে যায়। দুপুরে লাইনম্যান রিপন ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্কার কাজ করছিলো। খুঁটির উপরে ওঠে কাজ করাকালে আকষ্মিকভাবে সে খুঁটি থেকে নীচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়