নাইম হত্যা মামলার দুই আসামি রিমান্ডে

কুমিল্লায় সংবাদকর্মী মহিউদ্দিন সরকার নাইম হত্যার এজাহার নামীয় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলি আদালতের বিচারক বেগম শারমিন রিপা দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এজাহার নামীয় দুই আসামি হলো- মো. ফরহাদ মৃধা ওরফে মনির হোসেন ও মো. পলাশ মিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা বুড়িচং থানার উপ-পরিদর্শক শরীফ রহমান জানান, বুধবার মহিউদ্দিন সরকার নাইম হত্যা মামলার এজহার নামীয় দুই আসামি মো. ফরহাদ মৃধা ও মো. পলাশ মিয়ার সাত দিনের রিমান্ড আবেদন করি। আদালত দুই দিনের রিমান্ড দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তে মহিউদ্দিন সরকার নাইম গুলিতে নিহত হন। ১৪ এপ্রিল এ ঘটনায় নিহত নাইমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুসহ তিনজনকে এজাহার নামীয় ও ৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই এজাহারনামীয় দুইজনসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৬ এপ্রিল দিবাগত রাতে কুমিল্লার গোলাবাড়ি সীমান্তে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন মামলার প্রধান আসামি রাজু।