নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় বিএনপির মানববন্ধন
প্রতিনিধি।।
বিদ্যুতের মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার কুমিল্লা নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন কৱে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ।কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন,মহানগর বিএনপির যুগ্ন-আহবায়ক হাজী জসিম উদ্দিন,মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির,দঃ জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অ্যাড. আলী আক্কাস,মোস্তফা জামান, অধ্যাপক সারোয়ার জাহান ভুইয়া দোলন,দঃজেলা যুবদল সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর ছাত্রদল সভাপতি রিয়াজ উদ্দিন,জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির,মহানগর ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম মিঠু,সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শিবলু ও যুগ্ন-সম্পাদক আকতার হোসেন প্রমুখ।