নিবেদিত সদস্যদেরকে সম্মাননা প্রদান


স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের মাসিক সভা ও সক্রিয় ও নিবেদিত সদস্যদেরকে সম্মাননা প্রদান অনুষ্ঠান সংগঠনের সভাপতি শাহরিয়ার ইসলাম সাইফ সভাপতিত্বে কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন হিমেলের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিবুল হাছান।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন তাঁর বক্তব্যে বলেন, মানবিক মানুষ হওয়ার জন্য নিয়মিত লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে শিক্ষা সেবামূলক ও নিজেদের সামর্থ্য অনুযায়ী সেবামূলক কাজ করতে হবে। স্বপ্নজোড়া সামাজিক সংগঠন বিভিন্ন সময় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মাধ্যমে নেতৃত্বদানের যোগ্যতা তৈরিতে সহায়তা করছে, সংগঠনের মাধ্যমে নিজেদেরকে অন্যের মাঝে উপস্থাপন করার কৌশল শিখছে।
আলেচনা সভা শেষে বিভিন্ন সময়ে সংগঠনে যে সকল সদস্যরা মানবিক কাজে সহায়তা করেছেন তাদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন আফনান ইসলাম শাফা, মোঃ ইমরান হোসেন হিমেল, ইসরাত জাহান মিথিলা, মোঃ আল আমিন , মোসাঃ হাবিবা আলম আলো, সাবরিন জাহান অরিত্রী, ইলহাম নিতুল, ঝুমানা ইসলাম তানজিল। এছাড়া কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাদিয়া সুলতানা রীপা, সুপ্রিয় রামাল্লা পাল, দিবা দেব, আরাধ্য দাশ, তাহসান আহমেদ লবি, সিরাজুম অপিকে শভেচ্ছা স্মারক প্রদান করা হয়।।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের সদস্য নিশরাত জাহান, শ্রী প্রণব কান্তি দাস, তাসফিয়া মাহি, এমডি রেদউন ভূঁইয়া আবির, উম্মে হানি, ফরহাদুল ইসলাম নাঈম, মহুয়া বৃষ্টি, নরে সভা মাইশা, নুসরাত জাহান মিম, আফিফা নুর মৌমিতা, সানিয়াত, তাজবীর আহমেদ সাদী, শাহিন আলম সাগর, মাহাতে রহমান (রাহিন), জান্নাতুল ফেরদৌস এলমা, সাজিদ উল ইসলাম, আফসানা জাহান মিলি, নন্দন দেবনাথ, লোকমান হোসেন, খাদিজা আক্তার প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি।
