নিমসার বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধি।
ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ মঈন উদ্দিন ও সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম।
অভিযোগ রয়েছে মহাসড়কের জায়গা দখল করে ভাড়া আদায় করছিল একটি অসাধু চক্র। এছাড়া প্রতিবার দখলদার উচ্ছেদের ২৪ ঘন্টার মধ্যেই ওই চক্রটি আবারও সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে মহাসড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে।
সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা সবজির বাজার নিমসার বাজারে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের জায়গা দখল করা হয়েছিল। এছাড়া অস্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করে মহাসড়কের বিভাজক ব্যবহার করা হচ্ছিলো। যে কারণে প্রতিনিয়ত এই এলাকায় যানজটের ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। তাই সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র সহকারী কমিশনার মোঃ মঈন উদ্দিন জানান, সাধারণ মানুষের ভোগান্তি রোধেই এই দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। একদিনে সম্ভব না হলে আমরা আবারো এখানেও উচ্ছেদ অভিযান পরিচালনা করব।
সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, আমরা বিভিন্ন সময় দেখেছি ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে নিমসার বাজারকে কেন্দ্র করে অবৈধভাবে দোকানপাট তৈরি করে ভাড়া দেয়া হয়েছে। এসব বিষয়ে সড়ক বিভাগ কিংবা প্রশাসন কারো কোন অনুমতি নেই।

inside post
আরো পড়ুন