নেতা নয়, সেবক হতে চান আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক।

‘আমাদের এলাকাকে নিয়ে আমি স্বপ্ন দেখি। সুশিক্ষার মাধ্যমে এগিয়ে যাবে আমাদের সমাজ। একদিন আমরাই বাংলাদেশের উন্নত গ্রামের কাতারে নাম লিখবো।’ বলছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করা আনোয়ার হোসেন। তিনি আগামী ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়ের ৮নং ওয়ার্ডে প্রার্থীতা করছেন। ইতিমধ্যেই তার প্রার্থীতা আলোচনায় কুমিল্লা জুড়ে। উচ্চ শিক্ষিত এই তরুণের নির্বাচনী প্রার্থীতা প্রশংসা কুঁড়াচ্ছে সর্বমহলে। জেলার একাধিক শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতারা বলছেন, এমন শিক্ষিত তরুণের সমাজে নেতৃত্বে আসা দেশ ও জাতীর জন্য শুভ বার্তা।

কুমিল্লার সিনিয়র সাংবাদিক দৈনিক কালের কন্ঠের রিপোর্টার আবদুর রহমান বলেন, ‘আনোয়ার হোসেনের মতো ছেলেরা এগিয়ে আসলে সমাজ বদলে যাবে। দেশ এগিয়ে যাবে।’

 

আনোয়ার হোসেন বলেন, ‘আমার বাবা দীর্ঘ ২৪ বছর ওয়ার্ড বাসীর সেবা করেছেন। আমার প্রাণপ্রিয় ওয়ার্ডবাসী দোয়া ও সমর্থন নিয়ে আমিও তাদের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই। নেতা নয়, একজন সেবক হিসেবে আমাকে গ্রহন করার অনুরোধ করছি।’

আনোয়ার হোসেনের পিতা আবদুল হাকিম একই ওয়ার্ডে ২৪ বছর মেম্বার ছিলেন। এছাড়া তিনি ২নং ইউছুফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শিবপুর গ্রামের দেলোয়ার হোসেন বলেন, ‘আনোয়ার হোসেন ভদ্র ও মার্জিত রুচির মানুষ। হিংসা বা অহংকার তার মধ্যে আমরা দেখিনি। সে নির্বাচিত হলে আমাদের সমাজ এগিয়ে যাবে।’

আনোয়ার হোসেনের জন্য শুভ কামনা জানিয়ে তরুণরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছেন। নির্বাচনে জনপ্রিয়তায় তিনি এখন এগিয়ে রয়েছেন।

স্থানীয়রা জানান, আনোয়ার সব সময় মানুষের সেবা করে এসেছে। সবার সাথে সে বিনয়ের সাথে মিশে। সে নির্বাচিত হলে সমাজ এগিয়ে যাবে, আমরা পাবো কুমিল্লা জেলার মধ্যে সবচেয়ে শিক্ষিত জনপ্রতিনিধি।’