পরিত্যক্ত ব্রিজে এক ডজন মৌচাক !

পরিত্যক্ত ব্রিজে এক ডজন মৌচাক !

 

মহিউদ্দিন মোল্লা।
ব্রিজের দুই পাশে ডজনখানেক মৌচাক ঝুলছে। মৌচাক ঘিরে ভন ভন করে উড়ছে
মৌমাছি। গত ২০বছর ধরে এখানে প্রায় সারা বছরই মৌচাক দেখা যায়।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল এলাকার দৃশ্য এটি। উপজেলার মেটংঘর-
শ্রীকাইল সড়কের ঘোড়াশালে পরিত্যক্ত ব্রিজ দখলে নিয়েছে মৌমাছি।
বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়, ঘোড়াশাল এলাকায় খালের উপর একটি
বেইলি ব্রিজ। তার ওপর দিয়ে যানবাহন চলাচল করে। ব্রিজটির উত্তর পাশে আরেকটি
পাকা ব্রিজ। সেটি ঝুঁকিপূর্ণ হওয়ায় তা বন্ধ রয়েছে। পরিত্যক্ত ব্রিজের এক পাশে
সড়ক অন্যপাশে বিশাল মাঠ। যে পাশে সড়ক সে পাশে ঝুলছে কয়েকটি মৌচাক।
মাঠের পাশেও কিছু মৌচাক ঝুলছে। অনেককে এখানে দাঁড়িয়ে মৌচাক
পেছনে রেখে ছবি ও সেলফি তুলতে দেখা যায়।
স্থানীয় ঘোড়াশাল গ্রামের বাসিন্দা রজ্জব হোসেন রাজু বলেন,যুগ যুগ ধরে
এখানে মৌচাক দেখে আসছি। অনেকে এগুলো দেখতে আসে। এটা অনেকটা
বিনোদনের স্থান হয়ে উঠেছে।
পাশের সোনাকান্দা গ্রামের অটোরিকশা চালক বেলাল হোসেন বলেন,এই সড়কে
১০ বছরের বেশি সময় ধরে গাড়ি চালাই। ঘোড়াশাল ব্রিজে মৌচাক দেখছি
দীর্ঘদিন ধরে। অনেক যাত্রী গাড়ি থামিয়ে এখানে ছবি তোলেন।
স্থানীয় আকবপুর ইউনিয়ন চেয়ারম্যান শিমুল বিল্লাহ বলেন,২০ বছর ধরে এখানে
মৌচাক দেখে আসছি। স্থানীয়রা এখান দেখে মধু সংগ্রহ করেন। মানুষ
এগুলোকে উত্ত্যক্ত করেন না। তাই এরা এখানে বছরের পর বছর অবস্থান করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. মিজানুর রহমান
বলেন,ব্রিজের পাশে মাঠ রয়েছে। মাঠে বিভিন্ন ফসল রয়েছে। পাশে রয়েছে
বিভিন্ন প্রকারের গাছ। এগুলো থেকে মৌমাছি মধু সংগ্রহ করে। তারা যেখানে
নিরাপত্তা ও খাবার পায় সেখানে অবস্থান নেয়।