পূর্ণিমা হয়ে আমি

পূর্ণিমা হয়ে আমি

 

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির

 

যন্ত্রনার উত্তপ্ত সাগর পাড়ি দিতে

হাতের বৈঠা ছেড়ে দিওনা

পাল হয়ে আমি শক্তি ও সাহস দেবো।

 

পীচ ঢালা তপ্ত পথে ভয় পেয়ে পিছু হবে না

আমি ছায়া এবং মায়া দেবো,

অমাবশ্যায় ভয় পেয়ে সুপ্ত আশাগুলি

ভেঙে দিও না

পূর্ণিমা হয়ে আমি স্বপ্ন দেবো।

 

মেঘাচ্ছন্ন আকাশ দেখে

চোখ বন্ধ করে রেখো না

তারা ভরা নীলিমা হয়ে

অসংখ্য জ্যােতি দেবো তোমাকে।