ব্রাহ্মণবাড়িয়ায় পাইকপাড়া জামে মসজিদ-মাদ্রসার পুন:নির্মাণ কাজের উদ্বোধন

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব পাইকপাড়ায় “পাইক পাড়া জামে মসজিদ-মাদ্রসার পুন:র্নিামণ কাজ চলছে। ১৬ শতক জায়গার উপর প্রায় সাত কোটি টাকা ব্যয়ে আণ্ডারগ্রাউণ্ড, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ সাত তলাবিশিষ্ট এই মসজিদ কমপ্লেক্সটি নির্মিত হচ্ছে। শনিবার (৪জুলাই) ভবনের ঢালাই কাজের শুরু হয়।
মসজিদের নিজস্ব তহবিল, এলাকাবাসীর উদ্যোগ এবং সরকারি-বেসরকারি সহায়তায় এর নির্মাণ কাজ এগিয়ে চলছে। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক বছরের মধ্যে সাত তলাবিশিষ্ট এই মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হবে। প্রাথমিক ভাবে স্থানীয় সাধারণ মানুষদের দান অনুদানে নির্মাণ কাজ চলছে। তবে সকলের সহযোগিতা পেলে এর নির্মাণকাজ আরো বেগবান হবে। এছাড়াও কমিটির পক্ষ থেকে দেশ ও জেলাবাসীসহ প্রবাসীদের পক্ষ থেকে মুক্ত হস্তে দান সহযোগিতা কামনা করেন।
ঢালাই কাজের সময় পাইকপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজান আনসারী, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন।