প্রতিবন্ধী মানুষদের পাশে আমোদ

।।মোঃ রফিকুল ইসলাম সোহেল ।।
লেখক ও গবেষক আহসানুল কবীর বলেন, ‘আমোদ একটা ইতিহাস। শুধু খেলাধুলার সংবাদ প্রকাশ করার মধ্যে দিয়ে বর্তমানে পূর্ণাঙ্গ সংবাদ মাধ্যম সাপ্তাহিক আমোদ। সময়ের পরিক্রমা এবং যুগের চাহিদায় সাপ্তাহিক আমোদ সাদাকালো থেকে হয়েছে রঙিন। সেই সাথে প্রযুক্তির সকল ফরমেটে পাওয়া যাচ্ছে সাপ্তাহিক আমোদকে। বুধবার অপেক্ষায় থাকি রঙিন সাপ্তাহিক আমোদ’র জন্য। সংবাদপত্র আমাদেরকে সমাজের নানা বিষয়ে ভাবায়,প্রেরণা দেয় ও উদ্ধুদ্ধ করে। তেমনি ভাবে সমাজের ইতিবাচক পরিবর্তনে আমোদ’র ভূমিকা অনবদ্য। নতুন সংবাদ কর্মীদের আঁতুরঘর। আমার মত লিখতে না পারা মানুষদেরকে লেখার জন্য উদ্বুদ্ধ করে আমোদ। সমাজে পিছিয়ে পড়া শারীরিক প্রতিবন্ধী মানুষদের নিয়ে লেখা আমরা পত্রিকায় খুব একটা দেখতে পাই না। এ বিষয়ে আমোদ একেবারেই ব্যতিক্রম।
বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী মানুষদের জীবনমান উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমোদ। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী মানুষদেরকে ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক জায়গায় সমবেত করে তাদের চলমান জীবনের চালচিত্র তুলে ধরার পাশাপাশি তাদের  আর্থ-সামাজিক অবস্থাকে সমাজের মূলধারার মানুষদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে যাচ্ছে। আমোদ’র সেই চেষ্টার সুফলও পাচ্ছে প্রতিবন্ধী মানুষরা। আমরা দেখেছি  সূদুর আমেরিকা থেকে মানবিক মানুষ আমোদ পরিবারের সদস্য তারিকা রাব্বি ইমরানকে তার অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করতে। গলিয়ারা ইউনিয়নের শুভানগর  গ্রামের সাইফুলের নষ্ট হুইলচেয়ারকে সচল করে তার চলাচলকে সহজ করে দিতে। বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মিথিলাপুর গ্রামের হুমায়ুন ভাইয়ের টাটকা এগ্রো ফার্মের খবর প্রচারে মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ ও সচেতনতা বৃদ্ধির চেষ্টা করতে। ফয়জুননেছা স্কুলের শিক্ষক ফয়সলের সফল সংগ্রামী জীবনের তথ্য তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করেছে, যে মানুষের ইচ্ছাশক্তি থাকলে  শারীরিক অক্ষমতা কখনো বাধা হতে পারে না।
আমোদ’র ৭১ বছর পূর্তি উপলক্ষে শুভকামনা ও ভালোবাসা। সেই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আঞ্চলিক সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত ফজলে রাব্বীকে। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রয়াত শামসুন্নাহার রাব্বীকে, যিনি আঞ্চলিক সাংবাদিকতার পথিকৃৎ হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
দ্বিতীয় প্রজন্মের সদস্য হিসেবে আমোদকে পাঠকের কাছে আরো বৈচিত্রপূর্ণভাবে তুলে ধরার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমোদ সম্পাদক জনাব বাকীন রাব্বীকে।
আমোদ‘র সকল সংবাদ কর্মীদের প্রতি রইলো ফুলেল শুভেচ্ছা। চলমান আলোকিত সমাজ বিনির্মাণে আমোদ
আমাদের পাশে থাকবে। এই প্রত্যাশা করছি।
লেখক:সংগঠক, আলোকিত বজ্রপুর।

inside post
আরো পড়ুন