‘বঙ্গবন্ধুকে ঠোঁটে নয় অন্তরে রাখুন’

 

অফিস রিপোর্টার।।

যারা আওয়ামী লীগে নতুন আমদানি হয়েছেন। তারা কত দিন থাকবেন তা সময় বলে দিবে। যারা বেশি বেশি স্তুতি করছেন তাদের অনেকে আবার পেছনে ফিরে যেতে পারেন। তাদের নাড়া দিলে বেশি গন্ধ বের হতে পারে। আমাদের ২৬মার্চ,১৬ডিসেম্বর,১৭মার্চকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুকে ঠোঁটে নয় অন্তরে রাখুন। শনিবার কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত জাতির জনকের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোহসিন -উজ- জামান চৌধুরী। কলেজ আঙিনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

বিশেষ অতিথি ছিলেন,চট্টগ্রাম মেডিকেল কলেজ বিশ^বিদ্যালয়ের ভিসি ডা. ইসমাঈল খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহানা আক্তার,কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো.মহিউদ্দিন, কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন। সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা কামাল আজাদ। বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. ইজাজুল হক, বিএমএ কুমিল্লার সভাপতি ডা. আবদুল বাকী আনিস,সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম,স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. মোর্শেদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার যোগ্য নেতৃত্বে আমরা সমৃদ্ধ দেশের কাতারে এসেছি। আমরা ৪১সালে আমেরিকার কাতারে চলে যাবে। বিশে^র উন্নত ২৩টি দেশের কাতারে আমরা থাকবো। তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো-আমরা কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ চাই।