বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাড. আহমেদ আলীর মৃত্যুবার্ষিকীতে দোয়া

 

আমোদ প্রতিনিধি।।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আহমেদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হয়েছে। এই উপলক্ষে বিকালে তার নগরীর বাগিচাগাঁওয়ের বাসায় দোয়ার আয়াজন করা হয়েছে। দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর আমির আলী চৌধুরী,কুমিল্লার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সিকদার ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মমিন ফেরদৌস প্রমুখ। ২০২০সালের ১১ জানুয়ারি তার মৃত্যু হয়।

তার মেয়ে বাংলাদেশ মহিলা লীগ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক আইরীন আহমেদ বলেন, পূর্ব পাকিস্থান ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এবং স্বাধীনতা উত্তর কুমিল্লা জেলার প্রথম প্রশাসক ছিলেন অ্যাডভোকেট আহমেদ আলী। তিনি ভাষা আন্দোলন করেছেন। মুক্তিযুদ্ধকালীন আগরতলা যুবশিবির কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর কুমিল্লা শত্রুমুক্ত হলে প্রথম মুক্তির বিজয় পতাকা উত্তোলন করেন তিনি। সত্তরের সংসদ নির্বাচনে জয়লাভ করে মেম্বার অব কনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেটর (এমসিএ) হয়েছিলেন। বৃহত্তর কুমিল্লা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বার কাউন্সিলের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যানও হয়েছিলেন আহমেদ আলী। এ বর্ষীয়ান রাজনীতিবিদ ১৯৩২ সালের পয়লা মার্চ বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। অ্যাড. আহমেদ আলী ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিকথা’সহ কয়েকটি বই লিখেছেন।