বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের র্যালি
আমোদ রিপোর্টার।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে বিএনসিসি কুমিল্লার ময়নামতি রেজিমেন্টের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের তথ্য চিত্র তুলে ধরেন ময়নামতি রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালাহ উদ্দিন আল মুরাদ। এর আগে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে সহকারী অধ্যাপক মোঃ মাসুদ আলম, লেফটেন্যান্ট ফিরোজ-উল-আলম চৌধুরী, লেফটেন্যান্ট জামাল উদ্দিন, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সে. লেফটেন্যান্ট ডঃ মোঃ শফিকুর রহমান, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন কমান্ডার পিইউও নাইমুল বারি, সিইউও আলাউদ্দিন, সিইউও গাজী দেলোয়ার হোসেন ফারাবী, ক্যাডেট কর্পোরাল হাসানসহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ ও নিমসার জুনাব আলী কলেজ বিএনসিসি সদস্যবৃন্দ। ওইদিন বিএনসিসির পক্ষ থেকে করোনা সচেতনতায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও পথচারীদের মাস্ক পরিচয়ে দেওয়া হয়।
এদিকে একই দিন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে অধ্যক্ষ বাবুল চন্দ্র শীল ও উপাধ্যক্ষ মেজর মিতা সাফিনাজের তত্ত্বাবধানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ জামে মসজিদে মিলাদ, শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন রচনা প্রতিযোগিতা ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন, সহকারী অধ্যাপক মোঃ মাসুদ আলম, মোঃ শাহ আলম, মোঃ সাইদ উল ফায়েজ, কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, প্রভাষক মাহমুদা বিনতে হেলাল, সুরভী আল আমিনসহ কলেজের শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ।