বরুড়ায় ককটেলের আঘাতে দুই শিক্ষার্থী আহত

বরুড়া প্রতিনিধি

কুমিল্লার বরুড়া উপজেলার আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ঝলম বাজারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংঘর্ষে ককটেলের আঘাতে দুইজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ঝলম পূর্ব বাজারে অবস্থিত আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী খায়রুল আনাম এয়াকুবের নির্বাচনী ক্যাম্পের সামনে ককটেলের আঘাতে স্কুল থেকে ফেরার পথে নবম শ্রেণীর দুইজন শিক্ষার্থী হজারপাড় গ্রামের মোঃ শাহজালালের মেয়ে সুমাইয়া জালাল তিশা এবং বিলপুকুরীয়া গ্রামের ফুল মিয়ার ছেলে ইসমাইল হোসেন রিকেন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের দুইজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। 

 

এ ব্যাপারে নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল আনাম এয়াকুব বলেন, বার বার নৌকার নির্বাচনী ক্যাম্পে কেন এই হামলা হচ্ছে । হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

 

এ ব্যাপারে আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম বলেন, আমিসহ আমার কোন কর্মী ঝলম বাজারে প্রবেশ করতে পারছি না। এই বোমা হামলার বিষয়ে কিছুই জানিনা।

 

এ ব্যাপারে বরুড়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য যা যা করার আমরা সবই করবো। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।