বসন্ত বরণ ও পিঠা উৎসবে বর্ণিল বরুড়া

হাসিবুল ইসলাম সজিব।। 
কুমিল্লার বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় বরুড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে উক্ত বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
এসম উপস্থিত ছিলেন উপজেলা লেডিসক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী মাশি সিং মারমা, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নুরেন তাসকিন তুলি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
 দুপুর ৩টায় বসন্ত বরণ ও পিঠা উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন উপলক্ষে উপজেলার পরিষদ চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও নারী উদ্যোক্তাদের পিঠার স্টল বসে।
inside post
আরো পড়ুন