বাংলার নবজাগরণের পুরোধা — রেজাউল করিম রোমেল
জন্মেছিলেন পঁচিশ জানুয়ারী আঠারোশ চব্বিশ,
ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙ্গালি
কবি নাট্যকার প্রহসন রচয়িতা।
বাংলার নবজাগরণ সাহিত্যের
অন্যতম পুরোধা ব্যক্তিত্ব।
ঐতিহ্যের অনুবর্তিতা অমান্য করে নব্যরীতি
প্রবর্তনের কারণে আধুনিক বাংলা
সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও অবিহিত,
মাইকেল মধুসূদন দত্ত।
ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত
কায়স্থ বংশে জন্ম হলেও,-
মধুসূদন যৌবনে গ্রহণ করেন খ্রিষ্টধর্ম।
পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষনবশত ইংরেজী
ভাষায় সাহিত্য রচনায় করেন মনোনিবেশ।
পরবর্তীতে রচনা করেন বাংলায় নাটক
প্রহসন কাব্য ও মহাকাব্য।
তিনি বাংলার সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ।
কবির ব্যক্তিগত জীবন ছিল বড়ই নাটকীয় এবং বেদনাঘন।
মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে কলকাতায় এই মহাকবির
অকাল মৃত্যু হয় এক শোকাবহ অবস্থার মধ্যে।
তাঁর সৃষ্টি কখনোই ভুলরার নয়।
বাংলা সাহিত্যে তাঁর অনবদ্য সৃষ্টি, তাঁকে করেছে অমর।
তিনি বাংলার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত,
বাংলা নবজাগরণের পুরোধা।