বাবার ছায়া — গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির 

ছেলেবেলায় বিপদদ- আপদ
আসতো যখন ধেয়ে 
সদাই তখন  ভরসা পেতাম
বাবার দিকে চেয়ে। 
এখন আমি  বড় হয়েও 
নির্ভরতা খুঁজি 
খুঁজতে গিয়ে  মাথার উপর
বাবার ছায়া বুঝি।
বাবা মানে কঠিন মানুষ 
হৃদয় ভরা মায়া
জীবন চলার পথে বাবা
সর্বক্ষণ দেন ছায়া।