ব্রাহ্মণবাড়িয়ায় গাড়িচাপায় ইলেকট্রেশিয়ান নিহত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দ্রুতগামী গাড়িচাপায় নিহত হয়েছেন ইলেকট্রেশিয়ান রুহুল আমিন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারপার হতে গিয়ে ভয়ানক এই দুর্ঘটনার শিকার হন রুহুল আমিন।
শুক্রবার (৯ আগষ্ট) রাত পৌনে ১২ টার দিকে জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর এলাকায় বাসচাপায় নিহত হওয়া রুহুল আমিন (৩৩)উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের বাদল মিয়ার পুত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জরুরি এক কাজ সেরে বাড়ি ফিরছিলেন রুহুল আমিন। রাত অনুমান পৌণে ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুহুলের মৃত্যু হয়। স্থানীয়রা রুহুল আমিনকে উদ্ধার করে পুলিশকে জানান।
খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের পরিবারের লোকদের কোনো অভিযোগ ছিল না বলে, তারা লাশ বাড়িতে নিয়ে গেছেন।’