ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
বাড়ির পাশের পুকুরের পাশে সমবয়েসীদের সাথে খেলা করছিলো শিশু মনি। এরই এক পর্যায়ে সবার অলক্ষ্যে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও হয়নি তার শেষ রক্ষা। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গোর্কণঘাট এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নিহত মনি (৫) ওই এলাকার আলামিন মিয়ার পুত্র। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকাবাসীর মাঝে বিরাজ করছে বিষাদের কালো ছায়া।
শিশুটির মা খাদিজা বেগম জানান, রোববার দুপুরে আমার ছেলে মনি বাড়ির পাশে পুকুরের কাছে অন্য শিশুদের সাথে খেলা করছিলো। দুপুর অনুমান ১২ টার দিকে খেলার এক পর্যায়ে সে পুকুরে পরে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেক মৃত ঘোষণা করেন।ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়। শিশুটির শ্বাসনালী ও ফুসফুসে পানি যাওয়ার কারণে শিশুটি মারা গেছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মো. আবদুর রহিম জানান, ‘হাসপাতাল সূত্রে জানতে পারি, মনি নামের একটি শিশু পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়া হয়নি।’