ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত তিন ব্যবসায়ীর আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা

 

inside post

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
বৈশ্বিক মহামারী কভিডকালে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ এণ্ড ব্যাংকিং ব্যবসায়ী এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন ব্যবসায়ী মো. জুবায়ের আহমেদ, মিয়া মোহাম্মদ আরিফ, মো. বাছির চৌধুরীর মৃত্যু হয়। প্রয়াত তিন ব্যবসায়ীর আত্মার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে শহরের আমিন কমপ্লেক্সে হোটেল কেএফসি মিলনায়তনে সংগঠন আয়োজিত অনুষ্ঠানের শুরুতে দোয়া পরিচালনা করেন দাতিয়ারাস্থ দারুল আযকার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. মেশকাত খান। সংগঠনের সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. আজিম খান বাবু।

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা শাখার সহ-সভাপতি আমিনুল ইসলাম হোসেন, শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুরাদ, মো. রফিকুল ইসলাম বিল্লাল, মো. কাউছার, কোষাধ্যক্ষ মো. শরিয়ত উল্লাহ, সদস্য ইউসুফ খান, মো. মাসুদ, সো. রাহিম, মো. সুমন, সদর উপজেলা কমিটির আহবায়ক মো. সিরাজুল ইসলাম ফাহিম, সদস্যসচিব মো. হুমায়ুন মাষ্টার,
পৌর কমিটির আহবায়ক মো. সাইদুর রহমান খায়ের, সদস্য সচিব মো. সিদ্দিক, সরাইল উপজেলা কমিটির আহবায়ক আবুল খায়ের, আখাউড়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. বিল্লাল, নবীনগর উপজেলা কমিটির আহ্বায়ক আবু তাহের, আশুগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক মো. মাহফুজ, বিজয়নগর উপজেলা কমিটির আহবায়ক মো. সিরাজ, নাসিরনগর উপজেলা কমিটির আহবায়ক অতীশ বাবু প্রমুখ।

স্মরণ সভা, দোয়া মাহফিল ও আলোচনা সভায় মোবাইল ফোন রিচার্জ এণ্ড ব্যাংকিং ব্যবসায়ী এসোসিয়েশনের জেলা, সদর উপজেলা, পৌর শাখাসহ জেলার নয়টি উপজেলা প্রতিনিধি ও শহরের অর্ধ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন