ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল উচ্চ বিদ্যালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্থর স্থাপন করেন
স্থানীয় মজলিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলম, সহকারি কমিশনার ভূমি এবিএম মশিউজ্জামান প্রমূখ। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।